মুসলমানদের আবার মানবাধিকার ? || সাখাওয়াত হোসেন সুজন
গাজায় নারী শিশুসহ যারা নিহত হচ্ছেন তারা মানুষ নয়, মানবাধিকার সংস্থাগুলো নিশ্চয়ই বলবে এরা মুসলমান! আর এক কথায় মুসলমানদের আবার মানবাধিকার কিসের?নিজেদের তিন কিশোর গুমের নাটক সাজিয়ে পরে হত্যা। এরপর প্রতিশোধ স্বরূপ এক হামাস কর্মী হত্যা, তার পরে আবার ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে হত্যা। তারপরও যখন প্রতিশোধের বাসনা মেটে না তখন অব্যাহত রকেট হামলা। আজ সে হামলার ষষ্ঠ দিন। বিশ্ব মিডিয়ার প্রতিবেদন বলছে গাজা উপত্যকায় প্রায় দুইশর কাছাকাছি নারী শিশুসহ সাধারণ মানুষ নিহত হয়েছেন। তবে হামলার প্রকৃতি হাজার ছাড়ানোর ইঙ্গিত দেয়। http://www.bengalupdate.co.in/
|

No comments:
Post a Comment