Thursday, February 26, 2015

Bleeding Bangladesh!

Bleeding Bangladesh!
জানি, এ ছবিটি দেওয়া ঠিক হয়নি আমার। তারপরও 
দিলাম।

বাঙলাদেশ আর কবে জেগে উঠবে? আর কি কি হলে 
সবাই রুখে দাঁড়াবে? এই বাঙলাদেশের জন্য আমার 
বাবা 
মুক্তিযুদ্ধ করে নি। এই বাঙলাদেশের জন্য ৩০ লাখ মানুষ

প্রাণ দেয় নি।
তারপরও আমার ক্ষীণ আশা, শুভবোধ সম্পন্ন মানুষ 

জেগে উঠবে।

No comments:

Post a Comment