Twitter

Follow palashbiswaskl on Twitter

Sunday, September 1, 2013

রিয়েল এস্টেট ব্যবসা বন্ধ করছে পিয়ারলেস, আগ্রহী হোটেলে

রিয়েল এস্টেট ব্যবসা বন্ধ করছে পিয়ারলেস, আগ্রহী হোটেলে
রিয়েল এস্টেট ব্যবসা বন্ধ করছে পিয়ারলেস, আগ্রহী হোটেলে
এই সময়: রিয়েল এস্টেট ব্যবসা থেকে সরে আসছে পিয়ারলেস গোষ্ঠী৷ ব্যবসার প্রতিকুল পরিবেশ, দক্ষ কর্মীর অভাব, ব্যবসার পরিবর্তিত পরিস্থিতি এবং প্রশিক্ষণের অভাবে ২০১২-১৩ অর্থবর্ষে ক্ষতির মুখ দেখেছে রিয়েল এস্টেট সংস্থা পিয়ারলেস ডেভালপার্স লিমিটেড (পিডিএল)৷ ২০১১-১২ বর্ষে ১.২১ কোটি টাকা নিট মুনাফা হলেও ২০১২-১৩ বর্ষে সংস্থাটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২.৮৭ কোটি টাকায়৷ তবে, চলতি বর্ষে সংস্থাটি ভালো ফল করবে বলেই কর্তৃপক্ষের আশা৷ এর পরিপ্রেক্ষিতে রিয়েল এস্টেট ব্যবসা বন্ধ করে তাদের ফিনান্সিয়াল প্রডাক্ট বণ্টন ব্যবসাকে পিয়ারলেস জেনারেল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের আওতা থেকে পিডিএলের আওতায় নিয়ে আসছে পিয়ারলেস গোষ্ঠী৷ ব্যবসার প্রসারে এবং বিভিন্ন প্রকল্প রূপায়ণের উদ্দেশে পিডিএলে ১২ কোটি টাকা বিনিয়োগ করেছে পিয়ারলেস জেনারেল ফিনান্স৷ 


ম্যাক্স লাইফ ইনসিওরেন্সের জীবন বিমা পলিসি এবং ইফকো-টোকিও জেনারেল ইনসিওরেন্সের সাধারণ বিমা প্রডাক্ট বিক্রির মাধ্যমে তাদের ফিনান্সিয়াল প্রডাক্ট বণ্টন ব্যবসা শুরু করে পিয়ারলেস৷ ২০০৯-১০ সাল পর্যন্ত ব্যবসার পরিধি বাড়লেও রিজার্ভ ব্যাঙ্ক নতুন নির্দেশিকা জারি করায় ২০১১-১২ বর্ষে ব্যবসার খোল নলচে বদলাতে হয় পিয়ারলেসকে৷ এর ফলে ওই বছর ব্যবসা মার খায়৷ ব্যবসা পুনর্গঠনের জন্য সময় চেয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের দ্বারস্থ হয় পিয়ারলেস৷ আরও কিছুদিন রেসিডুয়ারি নন ব্যাঙ্কিং ফিনান্স সংস্থা হিসাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চাইলেও তাতে সম্মতি দেয়নি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক৷ নতুন কাঠামোয় তাদের যাবতীয় পণ্যের বিপণন ও বিক্রি দুই সামলাচ্ছে পিডিএল৷ গোটা দেশে ছড়িয়ে থাকা পিয়ারলেস জেনারেল ফিনান্সের শাখা ও অন্যান্য প্রশাসনিক সুবিধা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে পিডিএলকে৷ 

নির্দিষ্ট চার্জের বিনিময়ে ম্যাক্স লাইফ ও ইফকো-টোকিও-র প্রডাক্টও বিক্রি করবে সংস্থাটি৷ পিয়ারলেস জেনারেল ফিনান্সের ৮০টি শাখার মধ্যে যেগুলির যোগ্যতা বেশি সেগুলির মাধ্যমেই ফিনান্সিয়াল প্রডাক্ট বিক্রি করে পিডিএল৷ এছাড়াও সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে দেশের বেশ কিছু জায়গায় আধার প্রকল্পে নাম নথিভুক্তিকরণের কাজও করেছে সংস্থাটি৷ 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors