নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডেকে সংসদের আসন্ন বাজেট অধিবেশনে আক্রমণের নিশানা করার সিদ্ধান্ত নিল বিজেপি। শিন্ডের বিরুদ্ধে প্রধান বিরোধী দলের অভিযোগ, তাদের এবং সংঘ পরিবারকে হিন্দু সন্ত্রাসের সঙ্গে জড়িয়েছেন তিনি। বিজেপি ও আর এস এস দেশে গেরুয়া সন্ত্রাসের ভিত্তি তৈরি করছে, শিন্ডের এই মন্তব্যে ক্ষুব্ধ সুষমা স্বরাজ, অরুণ জেটলিরা জানিয়েছেন, এজন্য তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত সংসদে বিক্ষোভ-প্রতিবাদ চালিয়ে যাবেন তাঁরা।তবে এ ব্যাপার সংসদের কোনও কক্ষেই মুলতুবি আনার জন্য চাপাচাপি করবে না বিজেপি। মঙ্গলবার লালকৃষ্ণ আদবানির পৌরোহিত্যে বিজেপি সংসদীয় দলের কর্মসমিতি সংসদের আসন্ন বাজেট অধিবেশনের কৌশল নির্ধারণে আলোচনায় বসে। বিজেপি মুখপাত্র রবিশংকর প্রসাদ বলেছেন, কাল বিরোধী জোট এনডিএ-র ফ্লোর নেতারা নিজেদের মধ্যে কথা বলে যাবতীয় পরিকল্পনায় চূড়ান্ত রূপ দেবেন।ঠিক হয়েছে, কাল শিন্ডের বিরুদ্ধে যন্তর মন্তর থেকে প্রতিবাদ মিছিল বের করবে বিজেপি। সূত্রের খবর, লোকসভার বিরোধী নেত্রী সুষমা স্বরাজ বৈঠকে প্রস্তাব দেন, মিছিল করে শিন্ডের সরকারি বাসভবনেই যাওয়া হোক।রবিশংকর বলেন, শিন্ডের মন্তব্যকে বিজেপি খুবই গুরুত্ব দিয়ে দেখছে আমাদের দাবি, উনি ক্ষমা চান।এ ব্যাপারে কীভাবে আমরা সংসদে প্রতিবাদের পথে এগোব, সেটা কৌশলের প্রশ্ন যা প্রকাশ্যে বলব না। মনে রাখতে হবে, শিন্ডে স্রেফ স্বরাষ্ট্রমন্ত্রীই নন, লোকসভার নেতাও।রাজনৈতিক মহলের ধারণা, শিন্ডের ক্ষমা চাওয়ার দাবির ইস্যুতে এনডিএ-র বাকি সব শরিককেও পাশে পেয়ে যাবে বিজেপি।ফলে সরকার চাপে পড়তে পারে আর শরিকরা বিজেপির পাশে থেকে শক্তি বাড়ালে সংসদ বিনা বাধায় চলা কঠিন হয়ে পড়বে, গুরুত্বপূর্ণ বিলগুলির অনুমোদনও বাধার মুখে পড়বে।
উল্লেখ্য সন্ত্রাসবাদ ইস্যুতে তাদের কটাক্ষ করায় এর আগে পি চিদম্বরমকেও সংসদের গোটা একটা অধিবেশন বয়কট করেছিল বিজেপি।

http://abpananda.newsbullet.in/national/60-more/33725-2013-02-19-11-14-52