Twitter

Follow palashbiswaskl on Twitter

Wednesday, August 28, 2013

১.৮৩ লক্ষ কোটির বিনিয়োগ প্রকল্পে মঞ্জুরি

১.৮৩ লক্ষ কোটির বিনিয়োগ প্রকল্পে মঞ্জুরি

১.৮৩ লক্ষ কোটির বিনিয়োগ প্রকল্পে মঞ্জুরি
নয়াদিল্লি: দেশের অর্থনীতি ও বিনিয়োগ মানসিকতাকে চাঙ্গা করতে একসঙ্গে ৩৬টি পরিকাঠামো প্রকল্পে সবুজ সংকেত দিল বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভা৷

নিয়মের জাতাকলে পড়ে বিদ্যুত্‍‌ সহ বিভিন্ন পরিকাঠামো ক্ষেত্রের থমকে থাকা প্রকল্পগুলির মধ্যে ৩৬টি কে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ টাকার অঙ্কে এই পরিমাণ ১.৮৩ লক্ষ কোটি টাকা৷ বিদ্যুত্‍ ক্ষেত্রের ১৮টি প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে৷ প্রকল্পগুলিতে মোট বিনিয়োগের পরিমাণ ৮৩,৭৭৩ কোটি টাকা৷ এছাড়া সড়ক, রেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের ১৮টি প্রকল্পকেও ছাড়পত্র দিয়েছে বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভা৷ 

চিদম্বরম বলেন, 'সোমবারই থমকে থাকা প্রকল্পগুলি নিয়ে আলোচনায় বসে সংশ্লিষ্ট মন্ত্রিসভা৷ মোট ১.৮৩ লক্ষ কোটি টাকার প্রকল্পে সবুজ সংকেত দেওয়া হয়েছে৷ বিনিয়োগের চাকা পুনরায় চালু করাই আমাদের লক্ষ্য আর এর মাধ্যমে আমরা সেই ইঙ্গিতই দিয়েছি৷ ইতিমধ্যেই বিনিয়োগ চালু হয়ে গেছে এবং আমরা তা আরও এগিয়ে নিয়ে যেতে চাই৷' 

বিদ্যুত্‍ প্রকল্প ছাড়াও ন'টি প্রকল্পে ১৪,০৮৪ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানান চিদম্বরম৷ তিনি বলেন, 'দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই এই প্রকল্পগুলির জন্য ১,৪৮৪ কোটি টাকা দিয়েছে৷ থমকে থাকা ন'টি প্রকল্প নিয়ে আর কোনও ঝামেলা নেই৷ সব মিটিয়ে ফেলা হয়েছে৷ প্রকল্পগুলির কাজ কতটা এগিয়েছে সে বিষয়ে বিভিন্ন সময় অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির কাছে রিপোর্ট পাঠাতে হবে৷' বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভা ৮৫,০০০ কোটি টাকার আরও ন'টি প্রকল্প পর্যালোচনা করছে বলেও জানিয়েছেন তিনি৷ 

চিদম্বরম বলেন, 'দেশের বিদ্যুত্‍ প্রকল্পগুলিতে ইতিমধ্যেই ৩০ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাঙ্কগুলি৷ প্রকল্পগুলি সবুজ সংকেত পাওয়ায় ব্যাঙ্কগুলি তাদের ঋণের পরিমাণ আরও বাড়াবে৷' জমি অধিগ্রহণ সমস্যা প্রসঙ্গে চিদম্বরম বলেন, 'আমাদের তালিকায় খাদ্য সুরক্ষা বিলের পরেই জমি বিল রয়েছে৷ সোমবার খাদ্য সুরক্ষা বিল পাশ হয়ে গেছে৷ কাজেই এবার জমি অধিগ্রহণ বিল পেশ করা হবে৷' 

বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে মধ্যপ্রদেশের সাসানে রিলায়েন্স পাওয়ারের ৪,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা মেগা বিদ্যুত্‍ প্রকল্প, লার্সেন টুব্রোর মেট্রো রেল প্রকল্প, হিন্দালকো ইন্ডাস্ট্রিজের অ্যালুমিনিয়াম প্রকল্প এবং এসার পাওয়ারের ঝাড়খণ্ড বিদ্যুত্‍ প্রকল্প রয়েছে৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors