Twitter

Follow palashbiswaskl on Twitter

Friday, February 8, 2013

অম্বিকেশের ক্ষতিপূরণে নতুন করে মামলা দায়েরের নির্দেশ

অম্বিকেশের ক্ষতিপূরণে নতুন করে মামলা দায়েরের নির্দেশ
অম্বিকেশের ক্ষতিপূরণে নতুন করে মামলা দায়েরের নির্দেশ


কার্টুন-কাণ্ডে হয়রানির শিকার অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিমলকুমার সিহি নামে জনৈক ব্যক্তি৷ বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত বা মানবাধিকার কমিশনের তদন্তেরও দাবি জানানো হয়েছিল৷ মানবাধিকার কমিশন ইতিমধ্যেই এ বিষয়ে তদন্ত করেছে৷ ওই অধ্যাপককে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া এবং তাঁকে হেনস্থায় জড়িত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছে৷
কিন্তু কমিশনের সুপারিশ মামলার নথিতে যুক্ত করা হয়নি৷ সেটি অন্তর্ভুক্ত করে ফের আবেদন করার নির্দেশ দিল প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল৷ সরকারপক্ষের দাবি ছিল, মানবাধিকার কমিশনের কোনও সুপারিশ রাজ্য সরকার মানতেও পারে আবার নাও পারে৷ সুপারিশ মানা না হলে উপযুক্ত জায়গায় আবেদন করা যেতে পারে৷ জনস্বার্থ মামলা দায়ের করা যায় না৷ ডিভিশন বেঞ্চ কিন্তু বহু নিদর্শন তুলে ধরে জানিয়ে দেয়, কমিশনের সুপারিশ রাজ্য সরকার না মানলে জনস্বার্থ মামলা অবশ্যই দায়ের করা যায়৷ তবে আবেদনে ত্রুটি থাকায় সেটি বাতিল করে নতুন করে আবেদনের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors