নয়াদিল্লি: প্রযুক্তি ও পরিষেবায় টেলিকম সংস্থাগুলিকে অবাধ অনুমতি দিতে একক লাইসেন্স নীতি প্রকাশিত হতে চলেছে শনিবার৷ বণিকসভা সিআইআই আয়োজিত জাতীয় টেলিকম সম্মেলনে টেলিকম সচিব এম এফ ফারুকি বলেছেন, এক থেকে দু'দিনের মধ্যে 'ইউনিফায়েড লাইসেন্স' নীতি প্রকাশ করবে টেলিকম মন্ত্রক৷ এই সম্মেলনে ফাঁকে টেলিকম মন্ত্রী কপিল সিবাল বলেছেন, 'ইউনিফায়েড লাইসেন্সের ফাইল আমার হাতে এসেছে৷ তাতে সই করে দিয়েছি৷'
ইউনিফায়েড লাইসেন্স পেলে সব থেকে সুবিধা হবে দেশে ইন্টারনেট টেলিফোনির চল শুরু হবে৷ ফলে, কম্পিউটারের ইন্টারনেট থেকে যে কোনও ফোনে ফোন করা যাবে৷ সাগরপারে কোনও আত্মীয়কে বা ইন্টারনেট বর্জিত দেশের অঞ্চলগুলিতে ফোন করা যাবে বিনামূল্যে৷ একটি মাইক ও ওয়েবক্যাম থাকলে সেই ফোনকে ভিডিও চ্যাটেও কনভার্ট করা যেতে পারে৷ এর সুদূর প্রভাবে 'টেলি-মেডিসিন' জগতে যুগান্তাকারী বিপ্লব আসতে পারে৷ থ্রি-ইডিয়টস সিনেমার মতো, দূর থেকেও ডাক্তার স্রেফ নির্দেশ দিয়ে চিকিত্সা করাতে পারেন৷
ইউনিফায়েড লাইসেন্স বা একক লাইসেন্স নীতির ফলে টেলিকম সংস্থাগুলি ফিক্সড ল্যান্ডলাইন পরিষেবা ও মোবাইল পরিষেবা দুই দিতে পারবে৷ এই নীতি কার্যকর হলে, টেলিকম স্পেকট্রামের আলাদা কোনও লাইসেন্স থাকবে না৷ ইউনিফায়েড লাইসেন্সের সাহায্যে মোবাইল, ফিক্সড ল্যান্ড, ডিটিএইচ বা কেবল পরিষেবা- যে সংস্থা যে পরিষেবা চাইবে তা দিতে পারবে৷ নির্দিষ্ট সময়ের পর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, তার 'এক্সটেনশন' চাইতে হবে টেলিকম সংস্থাগুলিকে৷ তবে বিভিন্ন সার্কেলে পরিষেবা বজায় রাখতে স্পেকট্রাম কিনতে হবে সংস্থাগুলিকে৷
ইউনিফায়েড লাইসেন্স প্রাপ্ত সংস্থাগুলি একে অপরের স্পেকট্রাম ব্যবহারও করতে পারবেন৷ সম্প্রতি, এয়ারটেল-ভোডাফোন-আইডিয়া টেলিকম সংস্থা একে অপরের থ্রি-জি স্পেকট্রাম ব্যবহার করে এক্তিয়ার-বহির্ভূত সার্কেলে পরিষেবা দিচ্ছে বলে অভিযোগ করেছে টেলিকম দপ্তর৷ তিন সংস্থাকে জরিমানাও করেছে ডট৷ ইউনিফায়েড লাইসেন্স কার্যকর হলে এ সব সমস্যা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে৷
টেলিকম সচিব ফারুকির মতে, টেলিকম সংস্থাগুলির ব্যবসার সুবিধায় এই পদক্ষেপ করা হয়েছে৷ 'লিবারালাইজড স্পেকট্রাম' যারা নিয়েছেন, তারা এর ফলে সব রকম প্রযুক্তিতে স্পেকট্রাম ব্যবহার করতে পারবেন৷
দিল্লি-মুম্বই-কলকাতা সার্কেলে ৯০০ মেগাহাত্র্জের 'লিবারালাইজড স্পেকট্রাম'-এর ৩৪টি ব্লক মার্চে স্পেকট্রাম নিলামে তুলেছিল সরকার৷ এই বিশেষ স্পেকট্রামের জেরে বিভিন্ন প্রযুক্তির পরিষেবা দেওয়া যায়৷ অর্থাত্ মোবাইল, ল্যান্ডলাইন, ইন্টারনেট, ডিটিএইচ-সব পরিষেবাই দেওয়া যায়৷ অধিকাংশ সংস্থার হাতেই অ্যাডমিনিস্টার্ড স্পেকট্রাম রয়েছে৷ যা যে কোনও একটি প্রযুক্তির যোগাযোগ পরিষেবা দিতে সক্ষম৷ মার্চের নিলামে যারা 'লিবারালাইজড স্পেকট্রাম' কিনেছেন তাদের মন্ত্রিসভা নির্ধারিত অতিরিক্ত স্পেকট্রাম ফি-ও দিতে হয়েছে৷
লাইসেন্স নীতির পাশাপাশি টেলিকম সংস্থার সংযুক্তি ও অধিগ্রহণ সংক্রান্ত নীতিও খুব শীঘ্রই চূড়ান্ত করে ফেলবে টেলিকম মন্ত্রক৷ টেলিকমমন্ত্রী কপিল সিবাল বলেছেন, সেপ্টেম্বরে 'মার্জার অ্যান্ড অ্যাকুজিশন' নীতি প্রকাশিত হতে পারে৷
ইউনিফায়েড লাইসেন্স পেলে সব থেকে সুবিধা হবে দেশে ইন্টারনেট টেলিফোনির চল শুরু হবে৷ ফলে, কম্পিউটারের ইন্টারনেট থেকে যে কোনও ফোনে ফোন করা যাবে৷ সাগরপারে কোনও আত্মীয়কে বা ইন্টারনেট বর্জিত দেশের অঞ্চলগুলিতে ফোন করা যাবে বিনামূল্যে৷ একটি মাইক ও ওয়েবক্যাম থাকলে সেই ফোনকে ভিডিও চ্যাটেও কনভার্ট করা যেতে পারে৷ এর সুদূর প্রভাবে 'টেলি-মেডিসিন' জগতে যুগান্তাকারী বিপ্লব আসতে পারে৷ থ্রি-ইডিয়টস সিনেমার মতো, দূর থেকেও ডাক্তার স্রেফ নির্দেশ দিয়ে চিকিত্সা করাতে পারেন৷
ইউনিফায়েড লাইসেন্স বা একক লাইসেন্স নীতির ফলে টেলিকম সংস্থাগুলি ফিক্সড ল্যান্ডলাইন পরিষেবা ও মোবাইল পরিষেবা দুই দিতে পারবে৷ এই নীতি কার্যকর হলে, টেলিকম স্পেকট্রামের আলাদা কোনও লাইসেন্স থাকবে না৷ ইউনিফায়েড লাইসেন্সের সাহায্যে মোবাইল, ফিক্সড ল্যান্ড, ডিটিএইচ বা কেবল পরিষেবা- যে সংস্থা যে পরিষেবা চাইবে তা দিতে পারবে৷ নির্দিষ্ট সময়ের পর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, তার 'এক্সটেনশন' চাইতে হবে টেলিকম সংস্থাগুলিকে৷ তবে বিভিন্ন সার্কেলে পরিষেবা বজায় রাখতে স্পেকট্রাম কিনতে হবে সংস্থাগুলিকে৷
ইউনিফায়েড লাইসেন্স প্রাপ্ত সংস্থাগুলি একে অপরের স্পেকট্রাম ব্যবহারও করতে পারবেন৷ সম্প্রতি, এয়ারটেল-ভোডাফোন-আইডিয়া টেলিকম সংস্থা একে অপরের থ্রি-জি স্পেকট্রাম ব্যবহার করে এক্তিয়ার-বহির্ভূত সার্কেলে পরিষেবা দিচ্ছে বলে অভিযোগ করেছে টেলিকম দপ্তর৷ তিন সংস্থাকে জরিমানাও করেছে ডট৷ ইউনিফায়েড লাইসেন্স কার্যকর হলে এ সব সমস্যা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে৷
টেলিকম সচিব ফারুকির মতে, টেলিকম সংস্থাগুলির ব্যবসার সুবিধায় এই পদক্ষেপ করা হয়েছে৷ 'লিবারালাইজড স্পেকট্রাম' যারা নিয়েছেন, তারা এর ফলে সব রকম প্রযুক্তিতে স্পেকট্রাম ব্যবহার করতে পারবেন৷
দিল্লি-মুম্বই-কলকাতা সার্কেলে ৯০০ মেগাহাত্র্জের 'লিবারালাইজড স্পেকট্রাম'-এর ৩৪টি ব্লক মার্চে স্পেকট্রাম নিলামে তুলেছিল সরকার৷ এই বিশেষ স্পেকট্রামের জেরে বিভিন্ন প্রযুক্তির পরিষেবা দেওয়া যায়৷ অর্থাত্ মোবাইল, ল্যান্ডলাইন, ইন্টারনেট, ডিটিএইচ-সব পরিষেবাই দেওয়া যায়৷ অধিকাংশ সংস্থার হাতেই অ্যাডমিনিস্টার্ড স্পেকট্রাম রয়েছে৷ যা যে কোনও একটি প্রযুক্তির যোগাযোগ পরিষেবা দিতে সক্ষম৷ মার্চের নিলামে যারা 'লিবারালাইজড স্পেকট্রাম' কিনেছেন তাদের মন্ত্রিসভা নির্ধারিত অতিরিক্ত স্পেকট্রাম ফি-ও দিতে হয়েছে৷
লাইসেন্স নীতির পাশাপাশি টেলিকম সংস্থার সংযুক্তি ও অধিগ্রহণ সংক্রান্ত নীতিও খুব শীঘ্রই চূড়ান্ত করে ফেলবে টেলিকম মন্ত্রক৷ টেলিকমমন্ত্রী কপিল সিবাল বলেছেন, সেপ্টেম্বরে 'মার্জার অ্যান্ড অ্যাকুজিশন' নীতি প্রকাশিত হতে পারে৷
No comments:
Post a Comment