Twitter

Follow palashbiswaskl on Twitter

Sunday, August 4, 2013

অবাধ পরিষেবা দিতে একক লাইসেন্স নীতি টেলিকমে

অবাধ পরিষেবা দিতে একক লাইসেন্স নীতি টেলিকমে

অবাধ পরিষেবা দিতে একক লাইসেন্স নীতি টেলিকমে
নয়াদিল্লি: প্রযুক্তি ও পরিষেবায় টেলিকম সংস্থাগুলিকে অবাধ অনুমতি দিতে একক লাইসেন্স নীতি প্রকাশিত হতে চলেছে শনিবার৷ বণিকসভা সিআইআই আয়োজিত জাতীয় টেলিকম সম্মেলনে টেলিকম সচিব এম এফ ফারুকি বলেছেন, এক থেকে দু'দিনের মধ্যে 'ইউনিফায়েড লাইসেন্স' নীতি প্রকাশ করবে টেলিকম মন্ত্রক৷ এই সম্মেলনে ফাঁকে টেলিকম মন্ত্রী কপিল সিবাল বলেছেন, 'ইউনিফায়েড লাইসেন্সের ফাইল আমার হাতে এসেছে৷ তাতে সই করে দিয়েছি৷' 

ইউনিফায়েড লাইসেন্স পেলে সব থেকে সুবিধা হবে দেশে ইন্টারনেট টেলিফোনির চল শুরু হবে৷ ফলে, কম্পিউটারের ইন্টারনেট থেকে যে কোনও ফোনে ফোন করা যাবে৷ সাগরপারে কোনও আত্মীয়কে বা ইন্টারনেট বর্জিত দেশের অঞ্চলগুলিতে ফোন করা যাবে বিনামূল্যে৷ একটি মাইক ও ওয়েবক্যাম থাকলে সেই ফোনকে ভিডিও চ্যাটেও কনভার্ট করা যেতে পারে৷ এর সুদূর প্রভাবে 'টেলি-মেডিসিন' জগতে যুগান্তাকারী বিপ্লব আসতে পারে৷ থ্রি-ইডিয়টস সিনেমার মতো, দূর থেকেও ডাক্তার স্রেফ নির্দেশ দিয়ে চিকিত্‍সা করাতে পারেন৷ 

ইউনিফায়েড লাইসেন্স বা একক লাইসেন্স নীতির ফলে টেলিকম সংস্থাগুলি ফিক্সড ল্যান্ডলাইন পরিষেবা ও মোবাইল পরিষেবা দুই দিতে পারবে৷ এই নীতি কার্যকর হলে, টেলিকম স্পেকট্রামের আলাদা কোনও লাইসেন্স থাকবে না৷ ইউনিফায়েড লাইসেন্সের সাহায্যে মোবাইল, ফিক্সড ল্যান্ড, ডিটিএইচ বা কেবল পরিষেবা- যে সংস্থা যে পরিষেবা চাইবে তা দিতে পারবে৷ নির্দিষ্ট সময়ের পর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, তার 'এক্সটেনশন' চাইতে হবে টেলিকম সংস্থাগুলিকে৷ তবে বিভিন্ন সার্কেলে পরিষেবা বজায় রাখতে স্পেকট্রাম কিনতে হবে সংস্থাগুলিকে৷ 

ইউনিফায়েড লাইসেন্স প্রাপ্ত সংস্থাগুলি একে অপরের স্পেকট্রাম ব্যবহারও করতে পারবেন৷ সম্প্রতি, এয়ারটেল-ভোডাফোন-আইডিয়া টেলিকম সংস্থা একে অপরের থ্রি-জি স্পেকট্রাম ব্যবহার করে এক্তিয়ার-বহির্ভূত সার্কেলে পরিষেবা দিচ্ছে বলে অভিযোগ করেছে টেলিকম দপ্তর৷ তিন সংস্থাকে জরিমানাও করেছে ডট৷ ইউনিফায়েড লাইসেন্স কার্যকর হলে এ সব সমস্যা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে৷ 

টেলিকম সচিব ফারুকির মতে, টেলিকম সংস্থাগুলির ব্যবসার সুবিধায় এই পদক্ষেপ করা হয়েছে৷ 'লিবারালাইজড স্পেকট্রাম' যারা নিয়েছেন, তারা এর ফলে সব রকম প্রযুক্তিতে স্পেকট্রাম ব্যবহার করতে পারবেন৷ 

দিল্লি-মুম্বই-কলকাতা সার্কেলে ৯০০ মেগাহাত্‍র্‌জের 'লিবারালাইজড স্পেকট্রাম'-এর ৩৪টি ব্লক মার্চে স্পেকট্রাম নিলামে তুলেছিল সরকার৷ এই বিশেষ স্পেকট্রামের জেরে বিভিন্ন প্রযুক্তির পরিষেবা দেওয়া যায়৷ অর্থাত্‍ মোবাইল, ল্যান্ডলাইন, ইন্টারনেট, ডিটিএইচ-সব পরিষেবাই দেওয়া যায়৷ অধিকাংশ সংস্থার হাতেই অ্যাডমিনিস্টার্ড স্পেকট্রাম রয়েছে৷ যা যে কোনও একটি প্রযুক্তির যোগাযোগ পরিষেবা দিতে সক্ষম৷ মার্চের নিলামে যারা 'লিবারালাইজড স্পেকট্রাম' কিনেছেন তাদের মন্ত্রিসভা নির্ধারিত অতিরিক্ত স্পেকট্রাম ফি-ও দিতে হয়েছে৷ 

লাইসেন্স নীতির পাশাপাশি টেলিকম সংস্থার সংযুক্তি ও অধিগ্রহণ সংক্রান্ত নীতিও খুব শীঘ্রই চূড়ান্ত করে ফেলবে টেলিকম মন্ত্রক৷ টেলিকমমন্ত্রী কপিল সিবাল বলেছেন, সেপ্টেম্বরে 'মার্জার অ্যান্ড অ্যাকুজিশন' নীতি প্রকাশিত হতে পারে৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors