Twitter

Follow palashbiswaskl on Twitter

Monday, August 5, 2013

ক্যানসারের ওযুধের স্বত্ব হারাল গ্ল্যাস্কোস্মিথক্লাইন

ক্যানসারের ওযুধের স্বত্ব হারাল গ্ল্যাস্কোস্মিথক্লাইন

ক্যানসারের ওযুধের স্বত্ব হারাল গ্ল্যাস্কোস্মিথক্লাইন
এই সময়: নোভার্টিজের পরে এবার গ্ল্যাক্সোস্মিথক্লাইন৷ তাদের জীবনদায়ী ওষুধে স্বত্ব দিল না ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড বা আইপিএবি৷ স্বত্ব না-থাকায় যে কোনও সংস্থা ওই ওষুধ তৈরি করে বাজারে বিক্রিকরতে পারবে, ফলে ব্রেস্ট ক্যানসার ও কঠিন টিউমারের রোগে প্রয়োজনীয় ওষুধটির পাওয়া যাবে সস্তা দরে৷ তবে এই রায়ের ফলে ভারতের ১,৩০০ কোটি টাকার ওষুধের বাজারে বহুজাতিক ওষুধ নির্মাতারা বিনিয়োগে আদৌ আগ্রহী হবে কিনা, তানিয়ে প্রশ্ন উঠছে৷


প্রশাসনিক ভাবে সরকার চেষ্টা করলেও, আইনগত সমস্যা থাকায় একের পর এক সংস্কারেও দেশে বিদেশি বিনিয়োগ ঢুকছে না৷ 

ক্যানসারের ওষুধ টাইকার্বের স্বত্ব চেয়ে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) যে আবেদন করেছিল, শুক্রবার তা খারিজ করে দেয় আইপিএবি৷ তারা জানিয়ে দেয়, কোনও মৌলিক আবিষ্কারের উপর স্বত্ব দাবি করা যেতে পারে, কিন্ত্ত তার রেশ ধরে কোনও আবিষ্কার (ইনক্রিমেন্টাল ইনোভেশন) হলে তার উপরে স্বত্ব দাবি করা যাবে না৷ 

স্তন ক্যানসার ও শক্ত টিউমারের ওষুধের উপাদান ল্যাপাটিনিব নামে যৌগের উপরে স্বত্বের দাবি ইতিমধ্যেই মঞ্জুর করেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড (আইপিএবি)৷ টাইকার্ব হল ল্যাপাটিনিবের লবনের রূপভেদ৷ তাই এর উপরে স্বত্বের দাবি মানতে নারাজ সর্বোচ্চ আদালত৷ একই যুক্তিতে তারা নোভার্টিজের ক্যানসারের ওষুধ গ্লিভিকের স্বত্বের আবেদনও বাতিল করে দিয়েছিল৷ সে ক্ষেত্রেও যুক্তি ছিল, ইম্যাটিনিব নামে একটি পরিচিত যৌগের রদবদল ঘটিয়েই ওষুধটি তৈরি৷ 

তবে জার্মানির ফ্রেসেনিয়াসের অধীন ভারতীয় সংস্থা ফ্রেসেনিয়াস কাবি অঙ্কোলজির পাল্টা চ্যালেঞ্জ, মূল যৌগ ও বাণিজ্যিক ভাবে উত্‍পাদিত ওষুধ-- এর কোনওটিই মৌলিক আবিষ্কার নয়৷ ফ্রেসেনিয়াসের কৌঁসুলি, এস মজুমদার অ্যান্ড কোম্পানির ডোমিনিক আলভারেস বলেন, 'গ্লিভেক নিয়ে ঐতিহাসিক রায়ের পুনরাবৃত্তি৷ আইপিএবি বলেছে ল্যাপাটিনিবের কোনও লবণের রূপভেদ (সল্ট ভার্সন) পেটেন্ট পেতে পারে না৷'

মেধাস্বত্ব বাতিল হয়েছে যাদের 

সংস্থা ওষুধ ফাইজার আইএনসি সুটেন্ট (ক্যানসার) রোচে হোল্ডিং পেগাসিস (হেপাটাইটিস সি) মার্ক অ্যান্ড কোম্পানি অ্যাজমার ওষুধ নোভার্টিজ গ্লিভেক (ক্যানসার) 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors