কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্থিক সংস্কার ও এফডিআই ইস্যুতে মনমোহন সিংহের সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার জন্য তেড়েফুঁড়ে নেমেছিলেন, তার সমর্থনে কলকাতায় দাঁড়িয়ে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজন৷সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিনই ইউপিএ-২ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল একদা শরিক তৃণমূল কংগ্রেস৷বামপন্থী শিবির ও বিজেপির সমর্থন চেয়েছিলেন মমতা। কিন্তু কেউই তাঁদের পাশে না দাঁড়ানোয় সেই প্রস্তাব ধোপে টেকেনি। তা সত্ত্বেও চলতি অধিবেশনে পেনশন বিল, ব্যাঙ্কিং সহ একাধিক সংস্কারমূলক বিল পেশ করতে কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট বিরোধিতার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ৷কেননা তৃণমূলের অনাস্থা প্রস্তাব নাকচ হলেও খুচরোয় এফডিআই ইস্যুতে কোন ধারায় বিতর্ক হবে. তা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে৷ বাম ও বিজেপি ১৮৪ ধারায় বিতর্ক ও ভোটাভুটির দাবিতে অনড় থাকলেও ভোটাভুটি চায় না কংগ্রেস৷

এই প্রেক্ষাপটে সংসদের শীতকালীন অধিবেশনে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে।তার আগেই সংস্কারের জন্য রাজনৈতিক সহমত গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন রঙ্গরাজন৷ তিনি বলেছেন, সংস্কার হলে অর্থনীতি চাঙ্গা হতে বাধ্য৷ সংস্কার না হলে অর্থনীতি এগোতে পারে না৷ আর সংস্কার কর্মসূচী সফল করতে হলে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐকমত্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। এফডিআইয়ের পক্ষেও মুখ খোলেন তিনি৷তাঁর দাবি, এফডিআই এলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর তার কোনও প্রভাব পড়বে না৷
কলকাতায় এসে প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা যেভাবে জাতীয় রাজনীতির জোড়া ইস্যুতে সরকারের বক্তব্য স্পষ্ট করে দিলেন, তা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

http://abpananda.newsbullet.in/national/60/30574