এই সময়, নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে কবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে ? পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে না পরে ? বিজেপি সভপতি রাজনাথ সিং -এর কাছে প্রশ্ন আপাতত এটাই৷ মোদী -অনুগামীরা চাইছেন , বিধানসভা নির্বাচনের আগেই মোদীকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হোক৷ ২১ সেপ্টেম্বরের মধ্যে দিল্লি , রাজস্থান , মধ্যপ্রদেশ -সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে৷ তার আগে জল্পনার অবসান হোক৷ এই ব্যাপারে আরএসএস সবুজ সঙ্কেত দিলেও , ঘোষণার দিন নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতাদের ওপর৷ তবে, আদবানি শিবিরের বিরোধিতা অব্যাহত৷ শনিবার যশবন্ত সিং বলেন , 'ভারতীয় গণতন্ত্রের রীতি হল , লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করা৷ ভারতে রাষ্ট্রপতি প্রধান ব্যবস্থা নেই , তাই আগে থেকে ৷
নাম ঘোষণার দরকার নেই৷ এটা একটা নতুন প্রবণতা৷ লোকে কাদের জিতিয়েছে , তা দেখার পরই নাম ঘোষণা হওয়া উচিত৷ কংগ্রেসও এই কারণে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাচ্ছে না৷ 'রাজনাথ সম্প্রতি জানান , বিজেপি -র প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন , তা স্পষ্ট৷ কংগ্রেস বলুক, তাঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এই অবস্থায় যশবন্তের এই মন্তব্য তাত্পর্যপূর্ণ৷
তবে মোদীপন্থীরা এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন৷ তাঁদের বক্তব্য , 'যশবন্ত বোধহয় ভুলে যাচ্ছেন, ৷
এর আগে ১৯৯৬ , ১৯৯৮ , ১৯৯৯ সালে দল আগেভাগেই জানিয়ে দেয় , বাজপেয়ীই প্রধানমন্ত্রী পদপ্রার্থী৷ এ প্রবণতা নতুন নয়৷ জওহরলাল , ইন্দিরা , রাজীব গান্ধী যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী তা নিয়ে কি কোনও সংশয় ছিল ? তা হলে মোদীর ক্ষেত্রে আপত্তি কেন ?' পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে -পরের বিষয়টি উঠছে , কারণ দলের একাংশের মতে , বিধানসভা নির্বাচনের ফলাফল একবার দেখে নেওয়া যাক৷ কারণ , দিল্লি ও রাজস্থান বিজেপিকে চিন্তায় রেখেছে৷ যদি মোদীর নাম ঘোষণার পরও শেষ পর্যন্ত ফলাফল কংগ্রেসের পক্ষে ৩-২ হয়ে যায় তখন কী হবে ? সে ক্ষেত্রে দলে একটা বড়সড় ধাক্কা লাগবে৷ তাই তাঁরা চান , বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই মোদীর নাম ঘোষণা হোক৷ কিন্ত্ত মোদী -অনুগামীরা অতটা দেরি করতে রাজি নন৷ তাঁরা চাইছেন , প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাড়তাড়ি ঘোষণা করা হোক তাঁদের প্রিয় 'ন মো '-র নাম৷
নাম ঘোষণার দরকার নেই৷ এটা একটা নতুন প্রবণতা৷ লোকে কাদের জিতিয়েছে , তা দেখার পরই নাম ঘোষণা হওয়া উচিত৷ কংগ্রেসও এই কারণে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাচ্ছে না৷ 'রাজনাথ সম্প্রতি জানান , বিজেপি -র প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন , তা স্পষ্ট৷ কংগ্রেস বলুক, তাঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এই অবস্থায় যশবন্তের এই মন্তব্য তাত্পর্যপূর্ণ৷
তবে মোদীপন্থীরা এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন৷ তাঁদের বক্তব্য , 'যশবন্ত বোধহয় ভুলে যাচ্ছেন, ৷
এর আগে ১৯৯৬ , ১৯৯৮ , ১৯৯৯ সালে দল আগেভাগেই জানিয়ে দেয় , বাজপেয়ীই প্রধানমন্ত্রী পদপ্রার্থী৷ এ প্রবণতা নতুন নয়৷ জওহরলাল , ইন্দিরা , রাজীব গান্ধী যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী তা নিয়ে কি কোনও সংশয় ছিল ? তা হলে মোদীর ক্ষেত্রে আপত্তি কেন ?' পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে -পরের বিষয়টি উঠছে , কারণ দলের একাংশের মতে , বিধানসভা নির্বাচনের ফলাফল একবার দেখে নেওয়া যাক৷ কারণ , দিল্লি ও রাজস্থান বিজেপিকে চিন্তায় রেখেছে৷ যদি মোদীর নাম ঘোষণার পরও শেষ পর্যন্ত ফলাফল কংগ্রেসের পক্ষে ৩-২ হয়ে যায় তখন কী হবে ? সে ক্ষেত্রে দলে একটা বড়সড় ধাক্কা লাগবে৷ তাই তাঁরা চান , বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই মোদীর নাম ঘোষণা হোক৷ কিন্ত্ত মোদী -অনুগামীরা অতটা দেরি করতে রাজি নন৷ তাঁরা চাইছেন , প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাড়তাড়ি ঘোষণা করা হোক তাঁদের প্রিয় 'ন মো '-র নাম৷
No comments:
Post a Comment