Twitter

Follow palashbiswaskl on Twitter

Friday, December 5, 2014

Secular Bangladesh wants Taslima Nasrin back Home!দেশের জন্যই তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনতে হবে

It is a very good development and I want to draw all of your attention as the nation today remembers the war crime against humanity,the Babari Mosque demolition and the war criminal have got the helms of Global Hindu Imperialist zionist war civil war weapon hegemony of brutal apartheid and mass destruction,destruction of green ,nature and environment.

As it is the current status in Bangladesh,supported by social productive forces and united rock solid democratic secular forces,Bangladesh succeeds to hang one after one war criminal irrelevant to his status and national international influence and the dangerous follow up to follow,the Islamist elemennts  are on back foot.

It is a very good news that Bangladesh dares now to demand to get back exiled Writer Taslima Nasrin,the humanist and the voice against minority persecution and human right violation.

Eminent journalist Milan Ahmed writes on Dhaka Times oped demanding to get back Taslima Nasrin in National interets.

Dare we to demand the punishment of all war criminals involved in Bhopal Gas Tragedy,Nation wide riots,terror strikes,Salwa Judum, AFSPA and time to time army rule countrywide,denial of civic human rights and citizenship,eternal displacement and deportation campaign,genocide culture,economic exclusion,social excommunication,brutal apartheid and ethnic cleansing,selling off the nation,murder of agrarian India,finishing retail India,killing Indian Constitution ,rule of law and democracy,Sikh Genocide, Kedar Tsunami man made,Marichjhanpi Genocide, Genocides in central Bihar,innocents kiled in made up encounters,Babri Mosque demolition,Nuclear radiation imported without any liabilities,all the scams,chit fund ponzi economy,builder promoter ,syndicate raj and finally Gujarat Genocide.

Dare we ,the people,the media,the sex slave womanhood,the future deprived students and youth,the working class organised deprived by labor reforms,the employees inflicted by privatization and disinvestment,the agrarian communities divided in thousand castes, religion, language, regions,the media and the intelligentsia,the untouchable geographies consisting of tribal India,South India,North East and the entire Himalayan region,the Indian people to stand up against the corporate Hindu Imperialism as they stand against blind islamist Nationality?

Dare we to stande with a lonely lady living alone in New Delhi,the sweetest,the most outright voice in recent times,the power packed womanhood to protest the patriarchal apartheid hegemony?

I am posting the wright up,if you army read Bangla .pl read or get it translated and then read as it is very important for the sustenance of humanity and Nature in this bleeding geopolitics across borders.
Palash Biswas

দেশের জন্যই তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনতে হবে


মিলন আহমেদ: ১৯৬২ সালের ২৫ আগস্ট ময়মনসিংহ শহরে জন্ম গ্রহণ করেছিলেন তসলিমা নাসরিন। সেদিন কেউ ভাবতে পারেনি এই তসলিমা নাসরিনই একদিন হয়ে উঠবে বিশ্বের আলোচিত একজন নারী। তবে এখন ভাববার সময় এসেছে। বিশ্বের বিভিন্ন দেশ তাকে মূল্যায়ন করলেও নিজ দেশে এখনো ঠাঁই হয়নি বিতর্কিত এই লেখকের। তাকে অবজ্ঞা করে বার বার আমাদের চিন্তার অসাড়তার পরিচয় দিয়েছি।
তসলিমা নাসরিনের প্রতি দুর্ব্যবহারের কারণ যত তাড়াতাড়ি আমরা উপলদ্ধি করতে পারব ততই জাতির জন্য মঙ্গল হবে। ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে তসলিমা নাসরিনকে কিন্তু দেশ ছাড়তে হয়নি। নারী-পুরুষের সমঅধিকার আর বৈষম্য নিয়ে কথা বলতে গিয়েই তিনি বিপদে পড়েছেন। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে আক্রান্ত হতে হয়েছে। ধর্ম-বৈষম্য এবং লিঙ্গ-বৈষম্যের বিপক্ষে লিখতে গিয়ে তার মাথার মূল্য ঘোষিত হয়েছে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে চলতে হয়েছে, বিতাড়িত হতে হয়েছে প্রিয় মাতৃভূমি থেকেও।
দেশের জন্যই তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনতে হবে

সম্প্রতি একাত্তর টিভিতে পাঁচ দিন ব্যাপী তসলিমা নাসরিনের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। তসলিমা সম্পর্কে এদেশের মানুষের বিভ্রান্তি দূর করতে সাক্ষাৎকারটি বেশ গুরুত্ব বহন করে, যা আরও আগেই প্রচার হওয়া দরকার ছিল।
মনে রাখা দরকার, পুরুষতন্ত্রের বিরুদ্ধে তসলিমা নাসরিন কলম ধরেছিলেন বলেই এদেশের নারীদের অগ্রগতির ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে অবজ্ঞা সইতে হয়েছে তাকে। তবে এ কথা স্বীকার করতেই হবে তসলিমার লেখা ও যুক্তিগুলো ছিল সব সময় গ্রহণযোগ্য। প্রকাশ্যে তসলিমাকে মেনে না-নিলেও তার কথাগুলো অনেকেই উপলদ্ধি করতে পারেন। তাই নারী নির্যাতন দমনের জন্য আইন হয়েছে, নারী শিক্ষার হার বেড়েছে, প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশে নারীর ক্ষমতায়নের গতিও কিছুটা তরান্বিত হয়েছে। কিন্তু নারীর এ অগ্রগতি খুবই নগন্য। তারপরেও নারী অগ্রগতির জন্য সরকার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। বিদেশিরাও বাংলাদেশের প্রশংসা করছেন। অথচ যার কারণে যার অবদানে নারী জাতির অগ্রগতি হলো, সরকার পুরস্কার পেল সেই তসলিমা নাসরিনকে আজও নির্বাসিতই থাকতে হচ্ছে। এর চেয়ে দু:খজনক ঘটনা আর কী হতে পারে!
দেশের জন্যই তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনতে হবে

আর কতকাল তসলিমা নাসরিনকে নির্বাসিত জীবন কাটাতে হবে- এই প্রশ্ন কার কাছে করবো জানি না। তবে বর্তমান সরকারের উচিৎ তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা।
তসলিমাকে আজ বড় প্রয়োজন। তসলিমার জন্য নয়, আমাদের জন্য প্রয়োজন। এদেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের জন্য প্রয়োজন, অবহেলিত-লাঞ্ছিত নারীর জন্য প্রয়োজন। ধর্মীয় কুসংস্কার থেকে দেশের মানুষকে মুক্ত করতে এবং নারী-পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে তসলিমা নাসরিনকে সত্যিই আজ বড় প্রয়োজন।
 
লেখক: প্রভাষক, খিদিরপুর ডিগ্রি কলেজ, পাবনা।
ইমেল- milon.ahmed8@gmail.com
- See more at: http://www.dhakatimes24.com/2014/08/27/35173#sthash.Egy2ATl7.dpuf

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors