Who destroyed Hindu Temples in Bangladesh?
মন্দির ভাঙ্গা প্রসঙ্গে
নয়ন চ্যাটার্জি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি মন্দির ভাঙ্গা হয়েছে, প্রতিমায় আগুন দেওয়া হয়েছে, এবং হিন্দুদের উপর হামলা হয়েছে। কিন্তু কারা এ অকাজগুলো করলো আসুন দেখি:
ঘটনা-১-বগুড়া:
বগুড়ায় বেশ কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে মা দুর্গার গায়ে। তবে এ কাজটি করেছে হিন্দু ধর্মেরই একজন গুনধর, নাম বাপ্পী কুমার চৌধুরী। জানা যায়, এ মহাত্মার কর্ম তথা চাদাবাজিতে নাকি ঐ এলাদার মানুষ চরম-পরম অতিষ্ট।
(http://www.banglamail24.com/news/106031)
বগুড়ায় বেশ কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে মা দুর্গার গায়ে। তবে এ কাজটি করেছে হিন্দু ধর্মেরই একজন গুনধর, নাম বাপ্পী কুমার চৌধুরী। জানা যায়, এ মহাত্মার কর্ম তথা চাদাবাজিতে নাকি ঐ এলাদার মানুষ চরম-পরম অতিষ্ট।
(http://www.banglamail24.com/news/106031)
ঘটনা-২-রংপুর:
মন্দির কমিটির টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেরাই নিজেদের মূর্তি ভাংচুর করেছে হিন্দুরা। ফাটিয়ে দিয়েছে একজনের মাথাও। ঘটনা ঘটেছে রংপুরের বদরগঞ্জে।
(http://gramerkagoj.com/2015/09/10/73332.php)
মন্দির কমিটির টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেরাই নিজেদের মূর্তি ভাংচুর করেছে হিন্দুরা। ফাটিয়ে দিয়েছে একজনের মাথাও। ঘটনা ঘটেছে রংপুরের বদরগঞ্জে।
(http://gramerkagoj.com/2015/09/10/73332.php)
ঘটনা-৩-কক্সবাজার:
মন্দিরের যায়গা নিয়ে বিরোধের জেরে পূজা উদযাপন কমিটির কমিটির নেতা শিমুল কান্তি দে ও তার স্ত্রীসহ ৫ জনকে আহত করেছে হিন্দুদের আরেকটি গ্রুপ।
মন্দিরের যায়গা নিয়ে বিরোধের জেরে পূজা উদযাপন কমিটির কমিটির নেতা শিমুল কান্তি দে ও তার স্ত্রীসহ ৫ জনকে আহত করেছে হিন্দুদের আরেকটি গ্রুপ।
এ লেখাটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, মুসলমানরা যেন ঘটনাগুলো টুকে রাখে। নয়ত দুইদিন পরে 'বাংলাদেশের মুসলিমদের দ্বারা হিন্দুরা নির্যাতিত হচ্ছে' এ লিস্টে এ ঘটনাগুলোও তুলে দিতে ভুল করবে না রানা দাস গুপ্তের চৌরা টিম। দেখা যাবে এঘটনাগুলো অজুহাত করে মুসলিমদের গালাগাল দিচ্ছে তারা, প্রেসক্লাবে করছে আন্দোলন। তাই আগেই সচেতন থাকা ভালো।
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
No comments:
Post a Comment