Twitter

Follow palashbiswaskl on Twitter

Friday, March 29, 2013

শাহবাগে সাইবার যুদ্ধ




ছবিটা পেজ়ে দিতে চাইনি। তারপরও ভাবলাম, হরতালের ভয়াবহতা সম্পর্কে সবারই আরও একটু ভাল করে জানা উচিত।
কারও সঠিক ভাষাটা জ়ানা থাকলে এই মা কে একটু স্বান্তনা দিন, আমরা দুঃখিত মা। হরতালের ২য় দিন ককটেলের আঘাতে এভাবেই আহত হয় এই স্কুল ছাত্রী।

অনশনের ৪৪ ঘন্টার মাথায় অসুস্থ হয়ে পড়েছেন অনশনকারী মানিক সূত্রধর এবং মোঃ আলিফ প্রধান...

তাদের কে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করার হয়েছে।
সূত্রঃ শহীদ রুমী স্কোয়াড

সদরে একটি প্রাথমিক বিদ্যালয়ে হরতাল সমর্থকদের হামলায় শিক্ষক, শিক্ষার্থীসহ ১২ জন আহত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, খুনিয়াগাছ ইউনিয়নের হরতাল সমর্থনকারীরা মিছিল নিয়ে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক আব্দুল হাই লেবু, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, নাজনিন আক্তারসহ শিক্ষার্থীকে মারপিট করে। এতে শিক্ষক-শিক্ষিকাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী জেমি আক্তার, জুই আক্তার, তৃতীয় শ্রেণির আঁখি মনি, সুজন, আরিফুল ইসলাম, ও দ্বিতীয় শ্রেণির মিঠুল আহত হয়।

কৃতজ্ঞতাঃ বরগুণা গণ জাগরণ মঞ্চ

"বিয়ের দিনই হরতাল, তাই বর কনের অভিনব প্রতিবাদ"

IIUC পরিচালিত চট্রগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এর সাবেক ছাত্র
ডঃ রাকিবুল হাসান এর চৌধুরী ও কনে ডঃ ভিকারুন্নেসা ভিকি'র বিয়ের দিন হরতাল থাকায় অভিনব এই প্রতিবাদ করে এই নবদম্পতি।

অনাগত শিশুও নিরাপদ নয় জামাত বিএনপির কাছে।
গতকাল গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় অটোরিকশায় করে যাচ্ছিলেন এক গর্ভবতী নারী। এ সময় হরতাল-সমর্থকদের ধাওয়ায় অটোরিকশাটি উল্টে পড়ে যায় । এতে ওই নারীসহ চারজন আহত হন।

ছবি কৃতজ্ঞতা- প্রথম আলো।











ওরা সাত জন। 
ছবিঃ শরিফুল হাসান।




জামাত বিএনপি'র দেশপ্রেমের মহড়া
বদলে দেবে ভাই গণতন্ত্রের চেহারা !!
=====================
হ্যাঁ ভাই, ভাল করে চোখ খুলে দেখুন-গত কয়েক মাস ধরে জামাত বিএনপি মিলে দেশটাকে প্রেমের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে গণতন্ত্র কায়েম করতে পাগল হয়ে গেছে। জনগণকে পঙ্গু না করে, জনগণের সম্পদ আর দেশের অর্থনীতি ধ্বংস না করে তো আর দেশপ্রেমিক হওয়া যায় না। তাই তাদের যৌথ নেতৃত্ব তাদের তরুণ প্রজন্মকে রাস্তায় নামিয়ে এমন প্রশিক্ষণ দিচ্ছে ভাই, টিভি চ্যানেল খুলে তাদের এ্যাকশন দেখে উত্তাপে মাথাটা গরম হয়ে যায়। কারণ, এখনই এ অবস্হা, ক্ষমতায় গেলে না জানি কপালে কোন্ হরফের ভাগ্যলিপি সেঁটে দেয়া হয়।

ছবি কৃতজ্ঞতাঃ প্রথম আলো






২৬ মার্চ, ২০১৩: বিএনপি-জামাত স্বাধীনতা দিবস পালন করল এভাবেই....
ছবিটি আমদের কাছে পাঠিয়েছেন কাজ়ী মোঃ তারিক আজিজ।






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors