নেওয়া হবে ৩৫ হাজার প্রাথমিক শিক্ষক। তার জন্য আজ, রবিবার পরীক্ষায় বসবেন ৪৫ লক্ষ প্রার্থী।এই পরীক্ষার আগে বিভ্রান্তি চরমে৷ বহু পরীক্ষা কেন্দ্রের ঠিকানা যথার্থ, সঠিক নয় বলে অভিযোগ জানিয়েছেন পরীক্ষার্থীরা৷ এমনকি হেল্প লাইন থেকেও সহায়তা মিলছে না বলেও অভিযোগ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েবসাইট দেখার আর্জি জানিয়েছে পরীক্ষার্থীদের৷পরীক্ষার আগে যানজট, অপ্রতুল ট্রেন,ভিড়, পরীক্ষাকেন্দ্র খুঁজে পাওয়ার সমস্যায় পড়েছেন অনেক পরীক্ষার্থী।


প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ঘিরে কোথাও যানজট৷ কোথাও ট্রেন অবরোধ৷ বাসে-ট্রেনে বাদুড়ঝোলা ভিড়৷ কার্যত চূড়ান্ত হয়রানির মুখে পরীক্ষার্থীরা৷ পরীক্ষার কয়েকঘণ্টা আগে মাঝরাস্তায় অনেক পরীক্ষার্থীই আটকে রয়েছেন বলে অভিযোগ৷ পরীক্ষাকেন্দ্রে  আদৌ তাঁরা ঠিকসময়ে পৌঁছতে পারবেন কী না সন্দেহ৷ মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর, বারাসত থেকে কোচবিহার-সর্বত্রই এক ছবি৷
 পরীক্ষার্থীদের ভিড়ে উপচে পড়েছে ট্রেন৷ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে আহত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এক পরীক্ষার্থী৷ ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ-লক্ষ্মীকান্তপুর শাখার শাসন রোড স্টেশনে৷ আহত পরীক্ষার্থীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ 
ট্রেন না পেয়ে বারাসত স্টেশনে অবরোধ করেন পরীক্ষার্থীরা৷ ফলে শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত৷ তারমধ্যে ট্রেনে অত্যধিক ভিড়ের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন৷ বারুইপুর স্টেশনে ট্রেন অবরোধ হয়৷ রাজ্যের বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে যানজট৷সবমিলিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে গিয়ে হয়রান পরীক্ষার্থীরা৷

এদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে, এক পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকায়৷ ধৃতের নাম পার্থপ্রতিম হালদার৷ অভিযোগ, গতকাল সন্ধেয় বেশ কয়েকজন পরীক্ষার্থীকে ফোন করে প্রশ্ন ফাঁসের খবর দেন পার্থ৷ খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায়৷ এরপরই বিষয়টি জানতে পেরে রাতে পার্থপ্রতিম হালদারকে গ্রেফতার করে পুলিশ৷ নেহাতই গুজব ছড়ানোর জন্য, না কি এর পেছনে অন্য কোনও মতলব ছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কয়েকটি পরীক্ষাকেন্দ্রের সামনে প্রশ্নপত্র বিক্রির খবর পাওয়া গেছে৷ সেই প্রশ্ন আসল না নকল তা অবশ্য নিয়ে ধন্দ দেখা দিয়েছে৷

http://www.abpananda.newsbullet.in/kolkata/59/35170