Tahamina Khatun shared a link.
বিজেপি সরকারের রেলমন্ত্রী সদানন্দ গৌড়া পশ্চিমবাংলাকে শুধু বঞ্চিত নয়, গোটা দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রেলে বিদেশি লগ্নিকে স্বাগত জানিয়েছেন। পিপিপি মডেলে বিজেপি ঘনিষ্ঠ বহুজাতিক পূঁজির দরজা খুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে প্রতিরক্ষা ক্ষেত্রকে সংসদকে এড়িয়ে বিদেশি লগ্নির জন্য উন্মুক্ত করা হয়েছিল সরকারে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পরপরই। লাভজনক সংস্থা ভারতীয় রেল। তাকে আরও লাভজনক করার জন্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বিকাশের পথে না গিয়ে খোলাবাজার অর্থনীতির খুল্লামখুল্লা পথকে বেছে নিয়েছেন ভারতীয় ‘জাতীয়তাবাদে’র ধ্বজাধারী সংঘ পরিবারের গর্ভজাত ভারতীয় জনতা পার্টি
http://www.bengalupdate.co.in/innerdetails.php?id=1357
http://www.bengalupdate.co.in/innerdetails.php?id=1357
No comments:
Post a Comment